Country

10 hours ago

PM Modi :দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

PM wishes Dalai Lama on birthday
PM wishes Dalai Lama on birthday

 

নয়াদিল্লি, ৬ জুলাই : তিব্বতী ধর্মগুরু দলাই লামাকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় দলাই লামার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। দালাই লামার ৯০-তম জন্মদিন উপলক্ষ্যে হিমাচল প্রদেশের কাংড়ার ধর্মশালায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, "আমি ১.৪ বিলিয়ন ভারতীয়র সঙ্গে শামিল হয়ে দলাই লামার ৯০-তম জন্মদিনে তাঁর প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। তিনি প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক স্থায়ী প্রতীক। তাঁর বার্তা সকল ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধা ও প্রশংসা জাগিয়ে তুলেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।"

You might also like!