কলকাতা, ৪ জুলাই : “আমাদের লড়াইটা শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটা পশ্চিমবঙ্গের আত্মাকে বাঁচানোর লড়াই।” এক্স হ্যান্ডলে শুক্রবার এই বার্তা দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, “মা কালী, মা দুর্গা, দেবী চণ্ডী, চৈতন্য মহাপ্রভু এবং পশ্চিমবঙ্গের শক্তিকে এগিয়ে নিয়ে আমরা লড়াই করব।
* ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী না থাকলে আজ পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানের অংশ হত। তিনি না থাকলে পশ্চিমবঙ্গের জন্মই হতো না।
*অনুশীলন সমিতি থেকে অনুপ্রাণিত হয়ে আরএসএস দেশ গঠনের কাজ শুরু করে এবং সেই বিপ্লবী বাঙালি আগুন এখনো আমাদের ধমনীতে বইছে।
*বিজেপি পশ্চিমবঙ্গের বাঙালিদের দল। অন্যান্য রাজনৈতিক দলগুলি অন্যান্য বাইরের দলের অংশ কিংবা অন্যত্র থেকে আমদানি করা, যাদের সাথে পশ্চিমবঙ্গের সংস্কৃতির কোন মিল নেই।
*তৃণমূল পশ্চিমবঙ্গে উর্দু সংস্কৃতি নিয়ে আসতে চাইছে। ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গের অংশকে "মিনি-পাকিস্তান" বলেন।
*বিজেপির এই লড়াই বাঙালি অস্মিতা, বাঙালি গৌরব, হিন্দুদের আস্থা এবং সংগ্রামীদের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং রক্ষা করার প্রতিশ্রুতি।
In the days to come, we will reclaim Bengal’s true identity, rooted in Maa Kali, Maa Durga, Devi Chandi, Mahaprabhu Chaitanya, and the fearless spirit of Banga Shakti.
— Amit Malviya (@amitmalviya) July 4, 2025
The BJP is the only pro-Bengali party born in Bengal. Others are either political imports or dynastic offshoots… pic.twitter.com/5v0kOOXqDJ