ড়গপুর, ৬ জুলাই : ফের তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ইউনিয়ন রুমকে পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল। কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের ছাত্র ইউনিয়ন অফিস ছাত্র নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এ প্রসঙ্গে রবিবার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, "কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইউনিয়ন রুম কেন খোলা হচ্ছে? সেখানে কি এই ধরনের অপকর্ম করার জন্য? প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম থাকা উচিত নয়। তৃণমূল কংগ্রেস এটিকে তাদের দলীয় অফিসের মতো করে তুলেছে, যেখানে এই ধরনের অন্যায় কাজ হচ্ছে। যখন ইউনিয়নের কোনও শুনানি নেই, তখন ইউনিয়ন অফিস রাখার কী প্রয়োজন? বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির প্রথমেই এই অফিসগুলিকে তালাবদ্ধ করা উচিত। যদি এগুলি খোলা থাকে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।"