Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

kolkata

2 years ago

Apocalypse: মাটির নীচে ঘনাচ্ছে বিপদ! বিপদের মুখে কলকাতা ও হাওড়া

kolkata (File Picture)
kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নভেম্বরে ইন্টারন্যাশনাল অর্গানাইজ়েশন অফ সায়েন্টিফিক রির্সাচে প্রকাশিত একটি গবেষণাপত্রে ভূবিজ্ঞানীরা সতর্ক করেছেন, দুই শহরের মাটির নীচে একটা বড় অংশ ফাঁপা হয়ে যাচ্ছে। একসময়ে হয়তো পুরো শহরই ধসে পড়বে। চলে যাবে জলের তলায়! 

'কলকাতা, দ্য সিটি অন দ্য ক্রেডল' গবেষণাপত্রটির রচয়িতা ভূবিজ্ঞানী সুজীব কর এবং অন্যান্যরা। গবেষণায় বলা হয়েছে, কলকাতার লাগোয়া ব-দ্বীপের (ডেলটা) উৎপত্তি ও বিকাশ গত দু'হাজার বছর যাবৎ হচ্ছে। অপেক্ষাকৃত নবীন ডেল্টা হওয়ায় কলকাতার মাটির স্তর নরম। কলকাতার বিকাশ তিন শতকের কিছু বেশি সময় ধরে। কিন্তু তথাকথিত 'উন্নয়ন' নামক বুলডোজ়ার সাম্প্রতিক কালে বিধ্বংসী ভূমিকা নিয়েছে।

গবেষণাপত্রে বলা হয়েছে, 'পৃথিবীর নানা অংশে উষ্ণতা বৃদ্ধিতে গ্লেসিয়ার গলে যাওয়ায় সমুদ্রে জলস্তরের উচ্চতা বাড়ছে। কলকাতা লাগোয়া তটভূমিও ব্যতিক্রম নয়। নোনা জল ঢোকার প্রবণতা বেড়েছে। এতে হুগলি নদীর জলস্তর বাড়ছে। সাগরের জোয়ারের তোড়ও বাড়ছে। ঘন ঘন সাইক্লোন হচ্ছে। সুজীবের মতে, 'এখানেই অশনি সঙ্কেত মিলছে। সমুদ্রস্তর বেড়ে যাওয়ায় তটবর্তী এলাকাগুলি ডুবে যাওয়াই স্বাভাবিক পরিণতি। এই তটভূমি কলকাতা থেকে খুব একটা দূরে নয়। ফলে কলকাতার কপালেও দুঃখ অনিবার্য।'

সুজীবের সংযোজন, 'ভাগিরথী বা গঙ্গার জল বহনের ক্ষমতা ছাপিয়ে যাওয়ায় নদীর তীর ভেঙেও জনপদ বিপণ্ণ করছে। আজকাল বেলুড় বা হাওড়ার নানা অংশে জোয়ারের জলে রাস্তা প্রায়ই ডুবে যাচ্ছে।' তিনি জানিয়েছে, ব্রিটিশ আমলে কলকাতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৩৩ মিটার উঁচুতে ছিল। সম্প্রতি তা নেমে এসেছে ৪.৩৬ মিটারে।

বেষণাপত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মাটির তলা ফাঁপা হয়ে যাওয়া ও ক্রমেই জলস্তর নেমে যাওয়ায় ডায়ারিয়া ও আর্সেনিক দূষণের বিপদও দিনের পর দিন বাড়ছে। কলকাতায় তাপমাত্রার পারদ বাড়ার কারণে শহরের বুকে 'হিট আইল্যান্ড' সৃষ্টি হয়েছে।

গবেষণাপত্রে সমাধানের রাস্তা হিসেবে বলা হয়েছে, কলকাতার ভূস্তরের ভার বহনের ক্ষমতা বুঝে নির্মাণ সংক্রান্ত নিয়মকানুন কড়া হাতে বেঁধে দেওয়া প্রয়োজন। অপরিকল্পিত উন্নয়ন বা নির্মাণ ও মাটির তলা থেকে নির্বিচারে জল তোলা বন্ধ করে বিকাশের পথ খুঁজতে হবে।

You might also like!