Game

1 hour ago

LaLiga Robbery: লা লিগা, পয়েন্ট হারাল শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ

Xabi Alonso
Xabi Alonso

 

মাদ্রিদ, ১ ডিসেম্বর : প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেলে গোল খেল রিয়াল মাদ্রিদ। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে গোল করে সমতায় ফিরলেও জয়ের পথে ফিরতে পারল না তারা। আবারও পয়েন্ট হারাল শাবি আলোন্সোর দল। জিরোনার মাঠে রবিবার রাতে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে জিরোনার বিরুদ্ধে। ওনাহি জিরোনাকে এগিয়ে দেওয়ার পর পেনাল্টি থেকে গোল করে সমতা টানেন কিলিয়ান এমবাপে। লা লিগায় টানা তিন ম্যাচ ড্র করল রিয়াল। এর ফলে শীর্ষে ওঠার সুযোগও হারাল তারা।

১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সিলোনা। অবনমন অঞ্চলে থাকা দলের বিপক্ষে গোলের জন্য ২৫টি শট নিয়ে কেবল ৪টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। জিরোনার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল।

You might also like!