Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

kolkata

3 years ago

CBI Emergency Meeting : ছুটির দিন জরুরি বৈঠকে কলকাতায় সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর, নিজাম প্যালেসে জরুরি বৈঠকে

CBI in Kolkata in an emergency meeting at the Nizam's Palace
CBI in Kolkata in an emergency meeting at the Nizam's Palace

 

কলকাতা, ৯ আগস্ট : মহরমে ছুটির দিনে নিজাম প্যালেসে (যেখানে সিবিআই দফতর রয়েছে) জোর তৎপরতা সিবিআইয়ের। কলকাতায় এলেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর অজয় ভাটনাগর। সূত্রের খবর, তার সাথে জরুরি বৈঠকে বসেছেন সিবিআই আধিকারিকরা।

গরুপাচার মামলায় বুধবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের তলব করেছে সিবিআই। সকাল ১১টায় তৃণমূলের এই দাপুটে নেতাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়কালে সিবিআইয়ের এই জরুরি বৈঠক ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিরিক্ত ডিরেক্টরের শহরে আগমন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যে যে ঘটনাগুলিতে সিবিআই তদন্ত চলছে, সেগুলির তদারকিতে রয়েছেন অজয় ভাটনাগর। এর আগেও তিনি কলকাতায় এসেছিলেন। মঙ্গলবার সেই সব ঘটনার তদন্তের গতিবিধি পর্যালোচনা করতেই আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক।

এর আগে সোমবার সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত। মঙ্গলবার আবারও তৃণমূল নেতাকে তলবের নোটিস পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় দশম বার অনুব্রতকে সমন পাঠাল সিবিআই।

সোমবার গরুপাচার মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট পেশ করে সিবিআই। আসানসোলে সিবিআই বিশেষ আদালতে জমা দেওয়া সেই চার্জশিটে রয়েছে অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন-সহ ১১ জনের নাম। এর পর সায়গলের জামিনও খারিজ করে দিয়েছে আদালত। সিবিআই সূত্রের খবর, সায়গলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য মিলেছে। সেই সূত্র ধরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। সোমবার এই মামলায় সিবিআইয়ের নবম বারের ডাক ছিল অনুব্রতকে। তিনি যাননি। মাত্র এক বারই সিবিআইয়ের ডাকে সাড়া দিয়েছিলেন। দশম বারের সমনে কি যাবেন? উত্তর মিলবে বুধবারই।


You might also like!