রিয়াদ, ১৬ মার্চ: আল-নাসরের জার্সিতে মাইলফলক ছুঁয়ে জয় তুলে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জেতালেন আল নাসরকে। সেই সঙ্গে আল নাসরের জার্সিতে ৫০-তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
শুক্রবার (১৫ মার্চ) রাত ১টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল নাসর ও আল আহলি। সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় আল নাসর। জয়সূচক গোলটি পেনাল্টি থেকে করেন রোনাল্ডো।
আল নাসরের জার্সিতে সবমিলিয়ে এটি রোনাল্ডোর ৫০তম গোল। এই বছর তিনি ছয়টি গোল করলেন। এছাড়া সৌদি প্রো লিগের ২৩তম গোল ছিল আহলির বিপক্ষে। এই গোলের মাধ্যমে রোনাল্ডোর ক্লাব ক্যারিয়ারের ৭৫১তম গোল হয়ে গেল।
আল নাসর এই ম্যাচে জয় পেলেও তারা থাকছে টেবিলের দুইয়ে। শীর্ষে রয়েছে আল হিলাল।