Game

2 years ago

Cristiano Ronaldo : সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গেই চুক্তি হতে চলেছে রোনাল্ডোর

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ শুরুর ঠিক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সম্পর্ক ছিন্ন করেছিল রোনাল্ডোর সঙ্গে। তখনই তাঁকে পেতে ঝাঁপায় সৌদির আল নাসের। সে সময় তেমন আগ্রহ দেখাননি রোনাল্ডো। বিশ্বকাপের পর দু’দিন পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলন করেছিলেন। সেখান থেকে ব্যক্তিগত বিমানে দুবাই হয়ে চলে এসেছিলেন সৌদি আরবে। চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাব তাঁকে নিতে আগ্রহ না দেখানোয় সৌদির আল নাসেরকেই বেছে নিয়েছেন তিনি।  

সূত্রের খবর,  চুক্তি সই না হলেও রোনাল্ডোর শারীরিক পরীক্ষা নিয়েছে সৌদির ক্লাবটি। রিয়াধের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা হয়েছে রোনাল্ডোর। আপাতত পরিবারের সঙ্গে বড়দিনের ছুটি কাটাতে বাড়ি ফিরেছেন তিনি।

উল্লেখ্য, রিয়াধের একটি বিলাস বহুল অ্যাপার্টমেন্টে রোনাল্ডোর থাকার ব্যবস্থা করা হয়েছে। সব ব্যবস্থা পছন্দ হয়েছে তাঁর। আল নাসেরের সঙ্গে সাত বছরের চুক্তি সই করতে পারেন আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। চুক্তির অঙ্ক প্রতি বছর প্রায় ৬২১ কোটি টাকা। খেলা ছাড়াও ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবের দাবির সমর্থনে প্রচার করবেন রোনাল্ডো। বস্তুত,  ইউরোপে পছন্দ মতো ক্লাবের সাড়া না পেয়ে বাধ্য হয়েই মধ্যপ্রাচ্যের ক্লাবের সঙ্গে কথা শুরু করেছিলেন রোনাল্ডো। শোনা গিয়েছিল, আরেক পুরনো ক্লাব জুভেন্তাসের সঙ্গেও যোগাযোগ করছেন ৩৭ বছরের ফুটবলার। যদিও সেই খবরে সত্যতা স্বীকার করা হয়নি কোনও পক্ষের তরফেই।

You might also like!