দুরন্ত বার্তা
ডিজিটাল ডেস্ক;- সাধারণত, মা কালীর চারটে হাত থাকে। এই রূপে সর্বত্র পূজিতা হন মা কালী।
কিন্তু চার হাত নয়, এখানে রয়েছে মায়ের হাজার হাত। এক মাত্র হাওড়া শিবপুরের ওলাবিবিতলায়
এই রূপে পুজো পেয়ে থাকেন মা কালী।
কথিত আছে, ওলাবিবিতলার
মুখোপাধ্যায় পরিবারের পুত্র আশুতোষ মুখোপাধ্যায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন ১৮৮০ সালে।
আশুতোষ মুখোপাধ্যায় নাকি স্বপ্নে মা চণ্ডীর দর্শন পান এবং তাঁর হাজার হাত কালী রূপ
দেখেন। সেই সময়ে মায়ের এই হাজার হাত কালী মন্দির নির্মাণ করার সামর্থ্য তাঁর ছিল না।
তখন স্থানীয়রা এগিয়ে আসেন তাঁকে সাহায্য করতে। অবশেষে ওলাবিবি তলায় এই মন্দির নির্মাণের
কাজ সমাপ্ত হয়।
চণ্ডীপুরাণ
অনুযায়ী অসুর বধের সময়ে মা দুর্গাকে অনেক রূপ ধারণ করতে হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল
মায়ের এই হাজার হাতের কালী রূপ।দীপান্বিতা অমাবস্যা ছাড়াও, এখানে বুদ্ধপূর্ণিমার দিন
মহাসমারোহে মায়ের পুজো হয়।