দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলি অভিনেতা সৌরভ দাসের (Sourav das) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। 'ক্যামেলিয়া'র প্রযোজিত একটি নতুন ওয়েব সিরিজে তাঁরা একসঙ্গে কাজ করবেন। এই সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন শ্বেতা।
এই ওয়েব সিরিজে দেখা যাবে অলিভিয়া সরকারকেও (Alivia Sarkar)। জানা গিয়েছে, সিরিজের গল্প ত্রিকোণ প্রেম নিয়ে। গল্প অনুযায়ী, অলিভিয়া আর সৌরভের বন্ধুত্বের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবেন শ্বেতা। যদিও এখনও শুটিং শুরু হয়নি এই সিরিজের।
সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি বছর দুর্গাপুজোয় 'ক্যামেলিয়া' প্রোডাকশনের 'ফ্রাইডে' নামক একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আসছে। আর এই 'ক্যামেলিয়া'র প্রযোজিত ওয়েব সিরিজেই দেখা যাবে অভিনেত্রী শ্বেতা আর সৌরভের জুটিকে। কানাঘুষো শোনা যাচ্ছে এই ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্বে থাকবেন অরিন্দম চক্রবর্তী।