Entertainment

10 months ago

Shibaprasad-Nandita: পুজোয় নতুন ছবি উপহার দেবেন শিবু-নন্দিতা, মুখ্য চরিত্রে কারা?

Shibaprasad-Nandita
Shibaprasad-Nandita

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছরের পুজোয় মুক্তি পেয়েছিল পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি 'রক্তবীজ'। শোনা যাচ্ছে, ২০২৪ সালের পুজোতেও নতুন ছবি নিয়ে আসবেন তাঁরা। সদ্য 'আমার বস' ছবির শুটিং শেষ করেছেন শিবু-নন্দিতা৷ কিন্তু তাঁরা বিরতি নিতে নারাজ। শুরু হয়ে গিয়েছে নতুন ছবির পরিকল্পনা।

রক্তবীজ রীতিমতো সাফল্য জুড়িয়েছিল বক্স অফিসে। আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। টলিউডের একটি সূত্রের দাবি, রক্তবীজের সিক্যুয়েল আনতে চলেছেন শিবু-নন্দিতা। তবে আরেকটি সূত্রের বক্তব্য, রক্তবীজের সিক্যুয়েল নয়, নতুন থ্রিলার নিয়ে আসবেন পরিচালক জুটি।

শোনা যাচ্ছে, শিবু-নন্দিতার নতুন ছবিতেও অভিনয় করতে পারেন আবীর। তাঁর বিপরীতে থাকতে পারেন ঋতাভরী চক্রবর্তী।


You might also like!