Entertainment

1 year ago

Death of Tina Turner: প্রয়াত পপ গায়িকা টিনা টার্নার! বয়স হয়েছিল ৮৩

Pop Singer Tina Turner (Symbolic Picture)
Pop Singer Tina Turner (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত পপ তারকা টিনা টারনার। কুইন অফ রক এন রোল’ গায়িকা টিনা দীর্ঘ দিন ধরে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন। ২০১৬ সালে অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। ২০১৭ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়। বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৩৯ সালের ২৬ নভেম্বর টেনেসির নাটবুশে জন্ম টিনার। মা-বাবা তাঁর নাম রেখেছিলেন আনা মাই বুলক। ষাটের দশক থেকে পপ শিল্পী হিসাবে আনা ওরফে টিনার জনপ্রিয়তা বাড়তে থাকে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁকে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।

১৯৮০ সালে প্রত্যাবর্তন। একের পর এক সুপারহিট গান শ্রোতাদের উপহার দেন। তাঁর ঝুলিতে আছে ‘‘হোয়াট’স লভ গট টু ডু উইদ ইট’’, ‘প্রাইভেট ডান্সার’, ‘সিম্পলি দ্য বেস্ট’-এর মতো সুপারহিট গান। তাঁর গানের ১৮০ লক্ষেরও বেশি আ্যলবাম বিক্রি হয়েছে। জীবদ্দশায় তিনি ১২টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তাঁর জীবনীর আধারে সিনেমাও তৈরি হয়েছিল— ‘‘হোয়াট’স লভ গট টু উইদ ইট’’। ‘টিনা— দ্য টিনা টার্নার মিউজ়িক্যাল’ নামে একটি ব্রডওয়ে মিউজ়িক্যালও তৈরি হয়েছিল তাঁর জীবনীকে আধার করে।

You might also like!