Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Life Style News

7 months ago

Winter Jwellery tips: শীতকালীন মরশুমে কোন গয়না আপনার ব্যক্তিত্বকে স্বমহিমায় ফুটিয়ে তুলবে? জেনে নিন!

oxidised jewellery (Symbolic picture)
oxidised jewellery (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকালীন মরশুমে ফ্যাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মরশুমেই  উইন্টার ওয়্যারে চমক লাগানোর পালা। ওয়ারড্রোব থেকে নানান রকমারি পোশাক বেরোনোর সময় এটা। এই সময় একাধিক উৎসব হতে দেখা যায় তাছাড়া বিভিন্ন পারিবারিক ইভেন্ট তো থাকেই তাই সাজগোছ চলতেই থাকে। এমন সময় স্টাইলিশ পোশাকের সঙ্গে কোন গয়না পরলে নিজের ব্যক্তিত্বকে স্বমহিমায় ফুটিয়ে তুলতে পারবেন? তাই জেনে নিন বিস্তারিত! 

 শীতকালীন পোশাকের সঙ্গে গয়নার স্টাইল এবং আউটফিটের উপর নির্ভর করে আপনার  ব্যক্তিত্। তাই সঠিক গয়না নির্বাচন করা আব্যশক। 

১। ক্লাসিক পেনডেন্ট বর্তমানে দারুণ জনপ্রিয়। রকমারি ডিজাইনের হ্যান্ডমেড পেনডেন্টের জুড়ি মেলা ভার! শাড়ি হোক বা লং জ্যাকেট, ভিতরে হাইনেক, টপ পরলে তার উপর এই ক্লাসিক পেনডেন্ট দেখতে মন্দ লাগে না। সিলভার, কাঠ, তামার মতো উপকরণের তৈরি পেনডেন্টের এখন রমরমা;  

২। শীতকাল মানেই পার্টি, গেট টুগেদার, বিয়ে বাড়ি লেগেই থাকে। আর শীতের রাতের অনুষ্ঠানে জমকালো ওয়েস্টার্ন লুকের সঙ্গে মুক্তোর গয়নার দারুণ মেলবন্ধন। শীতের যে কোনও ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মুক্তোর ছোট্ট দুল, কিংবা লম্বা মালা ও ব্রেসলেট বেশ নজর কাড়ে। ছিমছাম হলেও সাজপোশাকে আভিজাত্য বজায় থাকবে;

৩। হাঁসুলি সেরকমই একটি গয়না। শাড়ি, কুর্তি, উলেন লং পোশাকের সঙ্গে দিব্যি বেছে নিতে পারেন। চিরাচরিত হাঁসুলির ডিজাইন ছাড়াও বাজারে এখন ফিউশন ডিজাইনের হাঁসুলির দেখা মিলে, যা শীতকালীন আউটফিটের সঙ্গে দিব্যি মানিয়ে যায়;

৪। নব্বই দশকের জনপ্রিয় চোকার এখন আবার হাল ফ্যাশনে ফিরে এসেছে। উত্তুরে হাওয়া বইলেই গায়ে লং জ্যাকেট, স্রাগসের মতো পোশাক ওঠে। আর তার সঙ্গে গলায় আঁটসাঁটভাবে লেগে থাকা এই গয়না দারুণ মানায়। সিলভার, অক্সিডাইজড, লেস, কাপড়সহ নানা ধাতুর চোকার পাওয়া যায়। পোশাকের সঙ্গে মানানসই চোকার বেছে নিন;

৫। লম্বা ঝুলের ইয়ার রিংসের আধিপত্য গত একদশক ধরেই। অনেকেই কানে শুধু এক জোড়া বড় বা লম্বা দুল বেছে নেন তাঁর সাজের একমাত্র অনুষঙ্গ হিসেবে। বিয়ে বাড়িতে শাড়ি আর শালের সঙ্গে লম্বা ঝুলের কানের দুলে আপনাকেও দিব্যি মানাবে।

উপরিউক্ত পরামর্শগুলো আপনাকে শীতকালীন পোশাকের সঙ্গে গয়না পরার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার রুচি আভিজাত্য বজায় রাখবে। 

You might also like!