ওল্ড ট্র্যাফোর্ড, ১৭ জানুয়ারি : ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ইউনাইটেড জিতেছে ৩-১ গোলে সাউদাম্পটনের বিরুদ্ধে। ম্যাচের ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। জয় যখন সাউদাম্পটনের নিশ্চিত ঠিক তখনই অর্থাৎ খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে ইউনাইটেডের কোত দি ভোয়ার ফরোয়ার্ড দিয়ালো হ্যাটট্রিক করে ইউনাইটেডকে রোমাঞ্চকর জয় এনে দিলেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় সাউদাম্পটনের মাঠে ৩-০ গোলে জিতেছিল ইউনাইটেড। এবারের লিগে মাত্র ৭টি জয় পেল ইউনাইটেড। সেই সঙ্গে ৫ ড্রয়ে ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে সাউদাম্পটন।