Game

4 hours ago

Cristiano Ronaldo to sign new deal with Al-Nassr: আল নাসরের সঙ্গে নতুন চুক্তি রোনাল্ডোর

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ, ১৬ জানুয়ারি : অসম্ভবকে সম্ভব করা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাজ। সেটা মাঠের বাইরে হোক কিংবা ভেতরে। এবারও দলবদলে আল নাসরের সঙ্গে নতুন চুক্তিতে সেটাই হল। এই বয়সেও আল নাসরের সঙ্গে যে চুক্তি নবায়ন করছেন তিনি তা এক কথায় অবিশ্বাস্য।

বাৎসরিক ১৬৭ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডে নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। আর সপ্তাহে ৩ দশমিক ১৯ মিলিয়ন পাউন্ড উপার্জন করবেন রোনাল্ডো। এই নতুন চুক্তি রোনাল্ডোকে শুধু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বয়সে এই অর্থ উপার্জন একটা রেকর্ড হয়ে থাকবে।

You might also like!