কলকাতা, ১৬ জানুয়ারি : নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যিনি ভারতীয় ফুটবলের জনক হিসেবে পরিচিত। তাঁর উদ্যোগেই ভারতে ফুটবল জনপ্রিয় হয়। ফুটবলের পাশাপাশি তিনি ক্রিকেটও খেলতেন। তিনি অনেকগুলি ক্লাব প্রতিষ্ঠা এবং সংগঠন করেছিলেন। ১৯৪০ সালে ১৭ জানুয়ারি তাঁর মৃত্যুর অনেক আগে, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যথাযথভাবে ভারতীয় ফুটবলের জনক উপাধি অর্জন করেছিলেন।
নগেন্দ্র প্রসাদের বাড়ি ছিল হুগলি জেলার রাধানগরে। কিন্তু তাঁর জন্ম কলকাতায় ২৭ আগস্ট ১৮৬৯ সালে। ১৯৭৫ সালে হেয়ার স্কুলে পড়াকালীন সহপাঠীদের সঙ্গে নিয়ে ফুটবল দল গড়ে ফুটবল খেলা শুরু করেন। সেই সময় ময়দানে গোরাদের ফুটবল খেলা তাঁকে আকৃষ্ট করে। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক মিঃ স্ট্যাক নগেন্দ্র প্রসাদের ফুটবলের প্রতি উৎসাহ দেখে তাঁকে খেলার শিক্ষা দিয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি বাংলার অদ্বিতীয় সেন্টার ফরওয়ার্ড হিসাবে বিখ্যাত হয়েছিলেন।
এই সময় থেকেই তিনি বিভিন্ন জেলায় ক্লাব সংগঠন করতে থাকেন। তাঁর প্রতিষ্ঠা করা ওয়েলিংটন ক্লাব। যেটা গড়ের মাঠে প্রথম খেলার তাঁবু। তিনি এই ক্লাবে ফুটবল, ক্রিকেট, রাগবি, হকি ও টেনিস খেলার ব্যবস্থা করেছিলেন। সেই সঙ্গে তিনি আরও কিছু ক্লাব যেমন বয়েজ ক্লাব (ভারতের প্রথম ফুটবল সংগঠন), ফ্রেন্ডস ক্লাব, হাওড়া স্পোর্টিং ক্লাব, প্রেসিডেন্সি ক্লাব প্রতিষ্ঠা করেন । ১৮৮৭ সালে স্থাপিত শোভাবাজার ক্লাবের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক হন। তিনি হাওড়াতে ভারতের প্রথম ফুটবল প্রতিযোগিতা ‘ট্রেডস কাপ’ আয়োজন করেন। তাঁর প্রচেষ্টাতেই ক্রিকেটে হ্যারিসন শিল্ড প্রতিযোগিতা শুরু হয় এবং সাহেবদের জন্য প্রতিষ্ঠিত এই ক্লাবে দেশীয়দের প্রতিযোগিতা করার রাস্তা খুলে গিয়েছিল। ১৮৮৩ সালে তিনি ভারতীয়দের নিয়ে কলকাতায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করেন। আই.এফ.এ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। ১৮৯২ সালে শোভাবাজার ক্লাব সমস্ত ইউরোপীয় ক্লাবকে হারিয়ে ট্রেডস কাপ জয় করে। সেই বছরই আই.এফ.এ শিল্ড খেলা আরম্ভ হয়। ১৯১১ সালে মোহনবাগান শিল্ড জয় করার আগে এটা বাঙালি ক্লাবের সবচেয়ে বড় সাফল্য ছিল। ১৮৯৩ সালে আই.এফ.এ শিল্ডে শোভাবাজার ক্লাব একমাত্র ভারতীয় দল হিসেবে অংশগ্রহণ করে। ১৮৭৭ থেকে ১৯০২ সাল পর্যন্ত তিনি ৭০০-র বেশি ম্যাচ খেলেছিলেন।
ক্রিকেটেও তিনি পারদর্শী ছিলেন। তিনি প্রথম ভারতীয় বোলার ছিলেন যিনি ইংরেজদের সাথে খেলায় বোলিং করতে পারতেন। বাঙালি যুবকদের নিয়ে রাগবি দল তিনিই প্রথম তৈরি করেছিলেন। নগেন্দ্র প্রসাদ বয়েজ স্পোর্টিং ক্লাবে হকি এবং টেনিস খেলার সূচনা করেন। তিনি বিদেশি খেলার প্রবর্তক হলেও বিভিন্ন দেশীয় খেলাতেও উৎসাহী ছিলেন। দর্শক ও খেলোয়াড়দের কাছে তিনি হুজুর বলে পরিচিত ছিলেন।
তাঁর জীবন অবলম্বনে বাংলা চলচ্চিত্র গোলন্দাজ নির্মাণ করেছেন পরিচালক ধ্রুব ব্যানার্জী। যা মুক্তি পেয়েছে ১০ অক্টোবর ২০২১–এ। এই ছবিতে নগেন্দ্র প্রসাদের ভূমিকায় অভিনয় করেছেন দেব।