চন্ডীগড়, ৬ জানুয়ারি : চন্ডীগড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। সোমবার চন্ডীগড়ের সেক্টর ১৭ মার্কেট এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। বহুতলটি আগে থেকেই খালি ছিল, তাই কেউ হতাহত হননি।
স্টেশন হাউস অফিসার রোহিত কুমার বলেছেন, আমরা গত ২৭ ডিসেম্বর জানতে পারি, বহুতলটি ভাড়ায় ছিল এবং সেখানে কাজ চলছিল। তিনটি পিলার ক্ষতিগ্রস্ত ছিল, আমরা আগে থেকেই বহুতলটি খালি করে দিয়েছিলাম। কেউ চাপা পড়েনি এবং গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।"