Game

3 hours ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ : লিগ চ্যাম্পিয়নদের রুখে দিল ব্রেন্টফোর্ড

Brentford stopped the league champions
Brentford stopped the league champions

 

ম্যানচেস্টার, ১৫ জানুয়ারি : দ্বিতীয় হাফে দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষ সময়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লিগ চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে ব্রেন্টফোর্ড। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ফোডেনের নৈপুণ্যে দুই গোলে এগিয়ে যায় সিটি। ৬৬ ও ৭৮ মিনিটে ফোডেন দুটি গোল করেন।

ব্রেন্টফোর্ড দ্বিতীয় গোল খাওয়ার চার মিনিট পর একটি গোল শোধ করে ইয়োনো উইসা। এরপর যোগ করার সময়ে ক্রিস্টিয়ানের গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এই ম্যাচের পর ২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ষষ্ঠ স্থানেই আছে সিটি। আর সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ব্রেন্টফোর্ড।


You might also like!