Country

1 day ago

Weather in Srinagar: শ্রীনগর-সহ কাশ্মীরের নানা প্রান্তে তুষারপাত, উড়ান পরিষেবা বিঘ্নিত

Srinagar Weather (Symbolic picture)
Srinagar Weather (Symbolic picture)

 

শ্রীনগর, ৬ জানুয়ারি : রবিবার সন্ধ্যা থেকে নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে, এতটাই বেশি তুষারপাত হয়েছে যে শ্রীনগর বিমাবন্দরে বরফ জমে যায়। বরফ সরানোর কাজ চলে যুদ্ধকালীন তৎপরতায়।

তুষারপাতের কারণে সোমবার সকালে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে। বেশ কিছু বিমানের সময় পরিবর্তন করা হয়। দৃশ্যমানতার উন্নতির পর সকাল দশটার পর থেকে ধীরে ধীরে বিমান পরিষেবা স্বাভাবিক হয়।

You might also like!