Life Style News

1 day ago

Benefits of Cardamom: ঘুমোনোর আগে ছোট এলাচ মুখে রাখুন, ওষুধ ছাড়াই, সুস্থ থাকুন

cardamom (Symbolic picture)
cardamom (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গৃহস্থের ঘরে রান্নাঘরে মশলার উপাদানের মধ্যে ছোট এলাচ বেশ গুরুত্বপূর্ণ। এটি রান্নার স্বাদেও অতুলনীয় আবার মানব স্বাস্থ্যের জন্যও এটি কার্যকরী। এলাচে পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান ভরপুর পাওয়া যায়। 

 সবুজ ছোট এলাচ শরীর ফুলে যাওয়া, গ্যাস এবং পেটের সমস্যা, ঘুম না হওয়া, ওজন কমানো-সহ নানা ধরনের রোগে ব্যবহৃত হয়। এর ব্যবহারে ঔষধি গুণও পাওয়া যায়। এলাচের বীজ, তেল ও নির্যাসও বেশ উপকারী। তবে কীভাবে এটি খাবেন, জেনে নিন -

* প্রতিদিন রাতে যদি ঘুমনোর আগে আপনার মুখে এলাচ রাখেন তবে এটি ফুলে যাওয়া, গ্যাস এবং পেটের সমস্যার মতো সমস্যাগুলি দূর করতে সহায়তা করতে পারে। রাতে যদি এটি মুখে নিয়ে ঘুমলে এর রস ধীরে ধীরে আপনার পেটে প্রবেশ করে। যা অনেক স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করবে।

*  বর্তমানে মানুষের ঘুমের সমস্যা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে। ঘুমতে না পারলে রাতে ঘুমনোর আগে দু'টি সবুজ এলাচ খান। এতে ভাল ঘুম হবে। খেতে হলে সবুজ এলাচ খেতে হবে এবং ঘুমনোর আগে খেতে হবে।

You might also like!