Game

3 hours ago

Copa del Rey: রয়াল বেতিসকে গুঁড়িয়ে দিয়ে শেষ আটে বার্সা

Copa del Rey (Symbolic picture)
Copa del Rey (Symbolic picture)

 

বার্সেলোনা, ১৬ জানুয়ারি : রয়াল বেতিসকে গুঁড়িয়ে দিয়ে হান্সি ফ্লিকের দল বার্সা পৌঁছে গেল শেষ আটে। অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধের ৩ মিনিটে বার্সার গাভি দলকে এগিয়ে দেন। এরপর ২৭ মিনিটে হয় দ্বিতীয় গোল। ইয়ামালের পাসে থেকে বক্সে ডান পায়ের ভলিতে গোল করেন ডিফেন্ডার কুন্দে।

বিরতির আগে ২-০ হয়। বিরতির পর ৫৯ মিনিটে আরো একটি করেন গোল করে রাফিনিয়া ৩-০ করেন। বক্সের বাইরে থেকে ইয়ামালের কাছ থেকে বল পেয়ে তিনি গোল করেন। এই মরসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল করলেন ২০টি, অ্যাসিস্ট আছে ১০টিতে। বার্সার ৪ গোলটি আসে ৬৪ মিনিটে।

গোলটি করেন রাফিনিয়ার বদলি ফেররান তরেস, ওলমোর পাস থেকে। ৫ গোলটি আসে ৭৫ মিনিটে ইয়ামালের পা থেকে। ফের্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে তিনি গোলরক্ষককে পরাস্ত করেন। নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে সফল স্পট-কিকে ৫-১ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতো হকে।

You might also like!