Country

4 hours ago

Droupadi Murmu : জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সেনাবাহিনী : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ১৫ জানুয়াই : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার ৭৭-তম সেনা দিবস উপলক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দেশের নিরাপত্তায় সেনাবাহিনীর অতুলনীয় অবদান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারের জন্য সেনাবাহিনীর উৎসর্গের প্রশংসা করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার এক বার্তায় জানিয়েছেন, "জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সেনাবাহিনী। আমাদের সৈনিকরা দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে অবদান রাখেন। সাহসী বীররা আমাদের সীমান্ত রক্ষায় ধারাবাহিকভাবে অসাধারণ সাহসিকতা এবং পেশাদারিত্বের উচ্চ মানের প্রদর্শন করেছেন। ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানে জড়িত এবং সন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে।"

You might also like!