Entertainment

2 months ago

Pathaan : কে জি এফ-২ অতীত! নতুন রেকর্ড গড়ল পাঠান

Pathaan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ৪ মাস , বিতর্কের পর বিতর্ক, কিন্তু তার শেষে ছিল বলিউডের সাফল্যের গল্প। টিকিট বুকিং-র রেখা চিত্র অন্য গল্পের ই ইঙ্গিত দিচ্ছিল। এই ছবি যে রেকর্ড গড়তে চলেছে তার ইঙ্গিতও ছিল স্পষ্ট। যেমন ভাবনা তেমনই কাজ হল, কেবল কেজিএফ ২ নয়, ওয়ার ছবির রেকর্ডও ভাঙল পাঠান। 

প্রসঙ্গত, ২০ জানুয়ারি থেকে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরেই আভাস পাওয়া গিয়েছিল ‘পাঠান’-ঝড়ের। খবর পাওয়া যায়, একশোরও বেশি দেশে মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই অ্যাকশন থ্রিলার ছবি। শুধু তা-ই নয়, ‘পাঠান’-এর দৌলতেই ফের গতি পেল বলিউড ফিল্ম ইন্ড্রাস্ট্রি। অতিমারি ও লকডাউনের পরবর্তী সময়ে বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছিল বলিউড। ওটিটি প্ল্যাটফর্মের রমরমায় জৌলুস হারাচ্ছিল বড় পর্দা। 

উল্লেখ্য, ৫০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে ছবির আয়। কোনও ছুটির দিন মুক্তি ছাড়াই এত কোটি আয় অতীতে খুব একটা নজরে আসেনি। বলিউডের প্রথম ছবি যা প্রথমদিনে এতো টিকিট বিক্রি করল মুক্তির দিনেই।দর্শকদের উন্মাদনার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বাড়ানো হচ্ছে স্ক্রিন সংখ্যা ও। উল্লেখ্য, ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ৫২০০টি পর্দায় ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। ছবির মুক্তি ও প্রথম শোয়ের পরে আরও ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এ বার সারা ভারতে মোট ৫৫০০টি পর্দায় দেখানো হবে ‘পাঠান’। বিদেশে এই সংখ্যাটা ২৫০০। অর্থাৎ, বিশ্ব জুড়ে মোট ৮০০০টি পর্দায় ‘বাদশা’র ক্যামব্যাক ক্যারিশ্মা  দেখবেন অসংখ্য দর্শক।


You might also like!