দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : পাপরাৎজিদের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক আদায়-কাঁচকলায়। হঠাৎ কী এমন হলো যে তিনি পাপরাৎজিদের বন্ধু হয়ে উঠলেন? জয়া বচ্চন– ইন্ডাস্ট্রিতে তকমা পেয়েছে ‘অ্যাংরি ওম্যান’ হিসেবে। থাকেন ফ্ল্যাশলাইটেই অথচ পাপারাৎজিদের তাঁর একেবারেই পছন্দ নয়। রাস্তাঘাটে কেউ তাঁর ছবি তুলছে জানতে পারলেই– রেগে আগুন হয়ে যান তিনি। কখনও ক্যামেরা কেড়ে নেওয়া আবার কখনও বা তীক্ষ্ণ ভাষায় ধেয়ে আসে তাঁর বাক্যবাণ। দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেন, “কোথা থেকে আসা হচ্ছে? কেন ছবি তোলা হচ্ছে”? ইত্যাদি কত কী? তবে এবার জয়ারই যেন উলটপূরাণ।
বলিউড চিন্তিত হয়ে পড়েছেন জয়াজির এই পরিবর্তনে। ফ্যাশন ডিজাইনার আবু জানি আর সন্দীপ খোসলার ফ্যাশন শো ছিল বৃহস্পতিবার। হাজির হয়েছিল প্রায় গোটা বলিউডই। হাজির ছিলেন জয়া বচ্চনও। আর সেখানেই পাপারাৎজিকে দেখে চিৎকার উধাও। বরং ক্যামেরার সামনে পোজ দিতে দিতে এক গাল হাসি নিয়ে জয়া বললেন, “দেখো, কত হাসছি আমি”।। শুধু কি তাই? বিরক্তি উধাও, বরং ধৈর্য ধরে ছবি তুললেন একের পর এক। কিন্তু এমন পরিবর্তনের কারন কী? প্রাথমিকভাবে কেউ বুঝে উঠতে পারছিল না। পড়ে বিষয়টা অনেকের কাছে পরিষ্কার হয়েছে।
অনেকেই বলছেন,এই পাপরাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহার ওরা জয়া বচ্চনের উপর খুব ক্ষুব্ধ ছিলেন। বলিউডে এর আগে একজোট হয়ে বহুবার পাপারাৎজি ব্যান করেছেন অনেক তারকাকে। তার মধ্যে রয়েছেন সলমন খানও। তাই জয়া বচ্চনের সঙ্গেও যাতে এরকমটা না হয় সে কারণেই এ নিছকই ‘ড্যামেজ কন্ট্রোল’। ওদিকে আবার নেটিজেনদের একটা বড় অংশের মতে, জোর করে ক্যামেরার সামনে হাসছেন জয়া। আসলে নিজেকে ক্যামেরার সামনে রাখার বাসনা সকলেরই থাকে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে তাতে ক্ষুব্ধ ছিলেন তিনি। এবার আবার হাসিমুখে ফিরে এসেছেন পাপরাৎজিদের ক্যামেরার সামনে।