Country

1 day ago

Gujarat: গুজরাটের ভালসাদে আগুনে পুড়ল ১০-১২টি গুদাম, কেউ হতাহত হননি

10-12 warehouses gutted in fire in Gujarat's Valsad
10-12 warehouses gutted in fire in Gujarat's Valsad

 

ভালসাদ, ৮ মার্চ : ভয়াবহ আগুন লাগল গুজরাটের ভালসাদ জেলায়। শনিবার ভোররাতে ভালসাদ জেলার ভাপি এলাকায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় ১৫টি বাতিল সামগ্রীর গুদামঘর পুড়ে গিয়েছে। দমকল ১০টি ইঞ্জিনের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

দমকল অফিসার রমন পারমার বলেন, "ভোররাত ৩:২০ মিনিটে আমি একটি ফোন পেয়েছিলাম, আগুন লাগার বিষয়ে আমাকে জানানো হয়। আগুনে প্রায় ১০-১২টি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ২ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।"

You might also like!