Video

16 hours ago

Police Raid | এডি নগর থানার পুলিশ অভিযান, জুয়া খেলার সময় আটক পাঁচ ব্যক্তি

 

আগরতলা(ত্রিপুরা):-এডি নগর থানার পুলিশ ক্যাম্পের বাজার এলাকা থেকে তীর এবং জুয়া খেলার সময় পাঁচ ব্যক্তিকে আটক করে। পুলিশ তাদের কাছ থেকে ৫ হাজার ৯৬০ টাকা উদ্ধার করে। পাঁচুয়ারিকে আটক করে এডি নগর থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডি নগর থানার ওসি বিজয় দাস জানান।

You might also like!