Country

17 hours ago

Clash between ABVP & SFI in Himachal University: হিমাচল বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষ, আহত ১০ জন

ABVP-SFI clash at HP university
ABVP-SFI clash at HP university

 

শিমলা, ১১ মার্চ : হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এই ১০ জনের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। মঙ্গলবার হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং এসএফআই-এর মধ্যে সংঘর্ষে তিনজন ছাত্র গুরুতর আহত এবং আরও সাতজন আহত হয়েছেন। পুলিশের মধ্যস্থতা সত্ত্বেও, আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে কর্তৃপক্ষ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে।

You might also like!