কলকাতা : চলতি মাসের তৃতীয় সপ্তাহের প্রথম দিন থেকেই ফের আরম্ভ হতে চলেছে বিধানসভার অধিবেশন। এ নিয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে এবং আলোচনার পর ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বিধানসভায় অধ্যক্ষের চেম্বারে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানান, অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। বিরোধী দলের সদস্যরা যথারীতি অনুপস্থিত ছিলেন। তবে, ব্যাক্তিগত কারণ দেখিয়ে এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকী বৈঠকে যোগদান করেননি।
অধ্যক্ষ জানিয়েছেন, আগামী ১০ তারিখ থেকে বিধানসভার অধিবেশন বসবে। প্রথম দিনের অধিবেশনে সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ও নদীয়া জেলার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সেখ নাসিরুদ্দিনের জীবনাবসানে তাঁদের স্মৃতিতে শোকপ্রস্তাব পাঠ করা হবে। এরপর সভা চলবে। রয়েছে প্রশ্নোত্তর পর্ব। সেজন্য দু'ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। দফা ওয়াড়ি বাজেট বরাদ্দের দাবি সংক্রান্ত বিষয় নিয়ে শাসক- বিরোধী চর্চা হবে।