জম্মু, ২২ জুলাই : প্রবল বৃষ্টিপাতের মধ্যেই ফের ভূমিধস জম্মু ও কাশ্মীরে। অবরুদ্ধ হয়ে পড়ল গুরুত্বপূর্ণ জম্মু-রাজৌরি-পুঞ্চ জাতীয় সড়ক। জম্মু ও কাশ্মীরে অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে পুঞ্চ জেলার কালাল এলাকায় জম্মু-রাজৌরি-পুঞ্চ জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।
একজন আধিকারিক জানিয়েছেন, "পুঞ্চের কালালে ভূমিধসের কারণে জম্মু-রাজৌরি-পুঞ্চ জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।" তিনি আরও বলেন, এই অঞ্চলে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা আরও ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি করেছে। গুরত্বপূর্ণ এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ।