Entertainment

2 years ago

Padatik : প্রকাশ্যে 'পদাতিক'-এর ফার্স্ট লুক, চঞ্চল অবিকল মৃণাল

Padatik
Padatik

 

কলকাতা, ১৩ জানুয়ারি : আগামী রবিবার, ১৫ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এর শ্যুটিং। তার আগে শুক্রবার প্রকাশ্যে এল ছবির চরিত্ররূপ। মৃণাল সেন রূপে চঞ্চল চৌধুরীকে চেনা দায়! অন্যদিকে মৃণাল-জায়া গীতা সেনের চরিত্রে এই ছবিতে দেখা মিলবে মনামী ঘোষের। তাঁরও চরিত্ররূপও এদিন সামনে এসেছে।

সৃজিতের ‘মৃণাল সেন’ হিসাবে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে, সে কথা তো আগেই জানা গিয়েছিল। এবার ‘মৃণাল সেন’ হয়ে সামনে এলেন চঞ্চন। সেই চশমার ফ্রেম, তেমনই চাউনি, সিগারেট ধরবার একইরকম কায়দা- ছবি দেখে চেনা দায় কোনটা রিয়েল আর কোনটা রিল! শুক্রবার প্রকাশ্যে এল ‘পদাতিক’ ছবির ফার্স্ট লুক। কিংবদন্তি বাঙালি পরিচালক মৃণাল সেনের লুকে চমকে দিলেন চঞ্চল চৌধুরী।

মৃণাল সেনের চরিত্রের জন্য মোট ছয়টি লুক তৈরি করা হয়েছে চঞ্চল চৌধুরীর। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদু আর প্রস্থেটিক মেকআপের সাহায্যে চঞ্চল চৌধুরী হয়ে উঠেছেন মৃণাল সেন। অন্যদিকে মৃণাল-জায়া গীতা সেনের চরিত্রে এই ছবিতে দেখা মিলবে মনামী ঘোষের। তাঁরও চরিত্ররূপও এদিন সামনে এসেছে। জানা যাচ্ছে, মানমীর মুখের আদলের সঙ্গে গীতা দেবীর বেশ মিল থাকাতেই এই চরিত্র গিয়েছে মানামীর ঝুলিতে।

You might also like!