Country

8 hours ago

USTM fraud case: ইউএসটিএম জালিয়াতি কাণ্ড : বেশি নম্বরের প্রতিশ্রুতি প্ৰাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

Chief Minister Himanta Biswa
Chief Minister Himanta Biswa

 

গুয়াহাটি : ‘ইউনিভাৰ্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়’ (ইউএসটিএম)-এর কথিত পরীক্ষা জালিয়াতির বিবরণ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ এমন শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, যাদের অভিযোগ, ইউএসটিএম-এর স্বত্বাধিকারী তথা চ্যান্সেলর মহবুবুল হক সিবিএসই পরীক্ষায় তাদের হাই (বেশি) নম্বরের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে এই তালিকা প্রকাশ করে লিখেছেন, ‘এগুলো সেই সব ছাত্রছাত্রীদের নাম যাদেরকে ইউএসটিএম-এর মালিক মহবুবুল হক সিবিএসই পরীক্ষায় তাদেৰ উচ্চ নম্বরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটি মামলা দায়ের করে আসাম পুলিশ বিষয়টি তদন্ত করছে। এটি একটি গুরুতর বিষয় এবং আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে অবস্থিত বেসরকারি সেন্ট্রাল পাবলিক স্কুল কাণ্ডে গত শুক্ৰবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে ইউএসটিএম-এর আচার্য মহবুবুল হককে। তিনি এখন শ্রীভূমি জেলা কারাগারে বন্দি।

You might also like!