Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

4 months ago

Meeting at BJP State Committee: সভাপতি নির্বাচন নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির বৈঠক অনুষ্ঠিত

Meeting at BJP State Committee (Symbolic picture)
Meeting at BJP State Committee (Symbolic picture)

 

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : প্রদেশ সভাপতি নির্বাচন এবং আসন্ন এডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপির সদস্যরা সহ নবনির্বাচিত জেলা বিজেপি সভাপতিরাও উপস্থিত ছিলেন বৈঠকে।

দিল্লির নির্বাচন পর্ব সম্পন্ন হতেই এবার সাংগঠনিক নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। দলের রাষ্ট্রীয় সভাপতি সহ বিভিন্ন প্রদেশ সভাপতি নির্বাচন নিয়ে চলছে তৎপরতা। এর আঁচ পড়েছে রাজ্যেও। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিজেপির রাজ্য কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সকালে বিজেপির রাজ্য দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, বিধায়ক, রাজ্য কমিটির সদস্য সহ বিজেপির নবনির্বাচিত দশটি সাংগঠনিক জেলার জেলা সভাপতিরা।

দলীয় সূত্রে জানা গেছে, রাজ্য সভাপতি এবং রাষ্ট্রীয় সভাপতি নির্বাচন নিয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর পাশাপাশি এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। যদিও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানাননি প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি জানান, সাংগঠনিক বিষয়ই এই বৈঠকের মূল এজেন্ডা। বৈঠকের সিদ্ধান্তগুলি পরবর্তী সময়ে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। রাজ্য সভাপতি নির্বাচন প্রসঙ্গে বিজেপির প্রদেশ মুখপাত্র জানান, গোটা দেশের সবকটি প্রদেশেই এই নির্বাচন প্রক্রিয়া চলছে।

You might also like!