Country

4 days ago

Yogi Adityanath: সাফাই কর্মীদের সঙ্গে খাবার খেলেন যোগী, দিলেন একগুচ্ছ আশ্বাস

Yogi lunch with sanitation worker
Yogi lunch with sanitation worker

 

প্রয়াগরাজ, ২৭ ফেব্রুয়ারি : মহাকুম্ভ মেলাকে স্বচ্ছ ও সুন্দর রাখতে যাঁরা দিন-রাত পরিশ্রম করেছেন, সেই সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার দুপুরে প্রয়াগরাজে সাফাই কর্মীদের সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাফাই কর্মীদের সঙ্গে বসে খাবার খেয়েছেন দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক–ও।

সাফাই কর্মীদের একগুচ্ছ আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, "আমাদের সরকার প্রয়াগরাজের মহাকুম্ভে স্যানিটেশন এবং স্বাস্থ্যকর্মীদের ১০ হাজার টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা নিশ্চিত করতে যাচ্ছি, এপ্রিল থেকে স্যানিটেশন কর্মীদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দেওয়া হবে।" যোগী আরও জানান, "অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হবে এবং তাঁদের সকলকে স্বাস্থ্য কভারেজের জন্য আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত করা হবে, আরও ভাল কল্যাণ এবং সহায়তা নিশ্চিত করা হবে।"


You might also like!