kolkata

10 hours ago

Weather Forcast: শহর থেকে জেলা সর্বত্রই ঊর্ধ্বমুখী তাপমাত্রা, আসছে গ্রীষ্মের দিন

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : বিদায় নিয়েছে শীত। এবার রাজ্যে ধীরে ধীরে প্রবেশ করছে গ্রীষ্ম। ইতিমধ্যেই শহর থেকে জেলা, সর্বত্রই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

এদিন সকাল থেকে শহর ও শহরতলির আকাশ ছিল আংশিক মেঘলা। সোমবার ভোরের দিকে শহরে হালকা কুয়াশা দেখা গিয়েছিল। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।

You might also like!