দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। ইন্ডাস্ট্রি সূত্রে খবর বিগত এক মাস ধরে তিনি দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৬৮ বছর বয়সি অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।
পার্থসারথি দেব বিগত ৪০ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তাঁর অভিনয় মুগ্ধ করেছে টেলিভিশন ও সিনেমার দর্শকদের। তিনি প্রায় ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি নাটকের মঞ্চেও দাপটে অভিনয় করে চলেছেন। মঞ্চে এবং পর্দায় তিনি অত্যন্ত দক্ষ অভিনেতা হিসেবেই পরিচিত।
প্রবীণ অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী সহ তাঁর অনুরাগীরা। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। হাসপাতাল সূত্রের খবর, তিনি আগের তুলনায় ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিয়েছেন জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব।