দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এ আর্থ-সামাজিক প্রবৃদ্ধি এবং সম্মিলিত সমৃদ্ধি অর্জনে সমবায় আন্দোলনে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বলেছেন বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর কার্যনির্বাহী সদস্য (ইএম) ড. নিলুত স্বর্গিয়ারি।
বিটিসি-র ইএম ড. স্বর্গিয়ারি সমবায়ের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে বিটিআর-এ আর্থ-সামাজিক অগ্রগতিতে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেছেন। আজ রাউতার দেউরিগাঁওয়ে স্বরাং উইমেন প্রডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড-এর এক কার্যক্রমে গিয়েছিলেন ড. স্বর্গিয়ারি।
তিনি বলেন, বিটিসির সিইএম প্রমোদ বড়োর নেতৃত্বে বিটিআর সরকার এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন করতে মহিলাদের সম্ভাবনাকে কাজে লাগাতে অক্লান্ত পরিশ্রম করছে। বলেন, মহিলাদের সম্পৃক্ততা এই অঞ্চলের জন্য একটি শক্তিশালী এবং টেকসই ভবিষ্যত নিশ্চিত করে।ড. স্বৰ্গিয়ারির আজকের কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল বিটিআর-এ নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও তাঁদের উন্নতি সাধনে সরঞ্জাম দিয়ে সজ্জিত করা।