Country

1 year ago

Uttar Pradesh:উত্তরপ্রদেশের বারাণসীতে জাতীয় ঐক্য দিবস হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন

Sardar Vallabhbhai Patel's birth anniversary celebrate
Sardar Vallabhbhai Patel's birth anniversary celebrate

 

বারাণসী, ৩১ অক্টোবর  : উত্তরপ্রদেশের বারাণসীতে মঙ্গলবার দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হচ্ছে। বারাণসীর ডিস্ট্রিক্ট রাইফেল ক্লাব মিলনায়তনে মঙ্গলবার এসংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত আধিকারিকদের শপথবাক্য পাঠ করান জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম।

উপস্থিত সকলে এদিন দেশের ঐক্য, অখণ্ডতা, নিরাপত্তা নিশ্চিত করতে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যে কোনও মূল্যে অক্ষুণ্ণ রাখার শপথ নেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম প্রটোকল, এডিএম সিটি, এডিএম সিভিল সাপ্লাইস, এসিএম ২, কালেক্টরেটের কর্মচারীরা।


You might also like!