নয়াদিল্লি, ২৫ নভেম্বর : জনগণের অনুভূতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে, এটাই সময়ের প্রয়োজন। বিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ভারতের ভোটাররা গণতন্ত্রের প্রতি নিবেদিত, সংবিধানের প্রতি তাঁদের নিবেদন, সংসদীয় কার্যব্যবস্থার প্রতি তাঁদের বিশ্বাস, সংসদে বসা আমাদের সকলকে জনগণের অনুভূতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং এটাই সময়ের প্রয়োজন। এর প্রতিকারের একমাত্র উপায় হল আমরা প্রতিটি বিষয়ের বিভিন্ন দিককে খুব স্বাস্থ্যকরভাবে সদনে তুলে ধরতে হবে, আগামী প্রজন্মও তা থেকে অনুপ্রেরণা পাবে। আমি আশা করি এই অধিবেশন খুবই ফলপ্রসূ হবে। আমি আবারও সকল সম্মানিত সাংসদদের এই অধিবেশনকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত মুষ্টিমেয় কিছু মানুষ গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের জনতা তাঁদের সব কর্মের হিসাব করে এবং সময় হলে তাঁদের শাস্তিও দেয়। তবে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, নতুন সাংসদরা নতুন চিন্তাভাবনা, নতুন শক্তি নিয়ে এসেছেন এবং তাঁরানকোনও একটি দলের নয়, সব দলের। কিছু মানুষ তাঁদের অধিকার হরণ করে এবং তাঁরা সংসদে কথা বলার সুযোগও পায় না। কিন্তু যাদের ৮০-৯০ বার জনগণ ক্রমাগত প্রত্যাখ্যান করেছে, তাঁরা সংসদে আলোচনা হতে দেয় না। তাঁরা গণতন্ত্রের চেতনাকে সম্মান করে না, জনগণের আশা-আকাঙ্খার গুরুত্বও বোঝে না। জনগণের প্রতি তাঁদের কোনও দায়বদ্ধতা নেই, তাঁরা জনগণকে বুঝতে অক্ষম।"