নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : শীতের দাপট বাড়ছে রাজধানী দিল্লিতে, এরইমধ্যে দূষণের বেড়াজালেও আবদ্ধ রাজধানী দিল্লি। যদিও, বুধবারও দূষণ কিছুটা কম ছিল। এদিন সকালে কুয়াশা ও ধোঁয়াশার হালকা আস্তরণ ছিল দিল্লির আবহাওয়ায়। তাপমাত্রাও নেমেছে অনেকটাই, বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রি সেলসিয়াস।
শুধুমাত্র দিল্লি নয়, কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে উত্তর প্রদেশেও, তাজনগরী আগ্রায় এদিন সকালেও ধোঁয়াশার পাশাপাশি কুয়াশার হালকা আস্তরণও ছিল। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম প্রভৃতি এলাকা এদিন সকালে ধোঁয়াশার হালকা চাদরে আচ্ছন্ন ছিল। ধোঁয়াশা সত্ত্বেও দিল্লিতে ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি এদিনও। ধীরে গতিতেই চলাচল করেছে ট্রেন। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না।