দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ "দেশ আগে। খাবার কেন অনেক কিছু বন্ধ করব! যদি হিন্দুর বাচ্চা হই এদের তাড়াব।" বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সোমবার সকাল থেকে সীমান্তে শুরু হয় অবরোধ। মঙ্গলবার ওই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ কথা বলেন।সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রশ্নে বাংলাদেশের ইউনুস সরকার এবং বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলকে একযোগে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। বাংলাদেশের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ফের সমাবেশের ডাকও দিয়েছেন বিরোধী দলনেতা।
একই সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করে বিরোধী দলনেতার দাবি, নতুন বছর ভাল যাবে না শাসক দলের! কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়ে তিনি বলেন, ’১৭ সাল থেকে মেডিক্যাল কোটায় লুট হয়েছে। আলুতেও দুর্নীতি। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এখন তৃণমূলের গৃহযুদ্ধ চলছে।ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সিপিএমকেও আক্রমণ করেন শুভেন্দুবাবু। তাঁর দাবি, "বিকাশ ভট্টাচার্য বলছেন ভগবান রাম নাকি গো মাংস খেয়েছিলেন!"