নয়াদিল্লি, ৩০ নভেম্বর : বায়ুদূষণে রীতিমতো হাঁসফাঁস করছে রাজধানী দিল্লি। ক্রমাগত খারাপ হচ্ছে দিল্লির বাতাস, চারিদিকে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। দিল্লি ছাড়াও শনিবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল উত্তর প্রদেশও। আগ্রা, মোরাদাবাদ-সহ উত্তর প্রদেশের বিভিন্ন শহর দূষণের বেড়াজালে আবদ্ধ ছিল শনিবার সকালে।
ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে লালকেল্লা - সর্বত্রই অতি ঘন ধোঁয়াশা ছিল এদিন সকালে। দিল্লির লোধি রোডে বাতাসের গুণগতমান ছিল ৩০৩। নতুন দিল্লি রেল স্টেশন চত্বরও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল, কম দৃশ্যমানতার মধ্যেই চলাচল করে ট্রেন।দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।