Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

1 year ago

Illegal Homestay: হিমাচলের কাংড়ায় হোমস্টে-র বাড়বাড়ন্ত, মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের

Himachal Pradesh
Himachal Pradesh

 

শিমলা, ৪ ডিসেম্বর : হিমাচল প্রদেশের কাংড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক হোমস্টে। আর সেখানেই আনাগোনা বাড়ছে পর্যটকদেরও, পরিস্থিতি এখন এমন যে হোটেল ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই ক্ষতি থেকে বাঁচতে ও হোমস্টে-র বাড়বাড়ন্ত রুখতে হিমাচল প্রদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।

হিমাচলে পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে, আর তাই অবৈধ হোমস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জোরালো হচ্ছে। যদিও হিমাচল সরকার রাজ্যে হোমস্টে নিয়ন্ত্রণ করার জন্য নীতি পরিবর্তনের ঘোষণা করেছে, তবে এই অঞ্চলে অবৈধ হোমস্টের বাড়বাড়ন্ত রোধ করার জন্য কোনও নিয়ম চালু করা হয়নি।

সূত্রের খবর, কাংড়া জেলায় মাত্র ৪৫০টি হোমস্টে পর্যটন দফতরে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এক হাজারেরও বেশি অবৈধভাবে হোমস্টে রয়েছে এবং পর্যটকদের অনলাইনে রুম দিচ্ছে। এতেই আপত্তি হোটেল মালিকদের।


You might also like!