Country

12 hours ago

Illegal Homestay: হিমাচলের কাংড়ায় হোমস্টে-র বাড়বাড়ন্ত, মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের

Himachal Pradesh
Himachal Pradesh

 

শিমলা, ৪ ডিসেম্বর : হিমাচল প্রদেশের কাংড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক হোমস্টে। আর সেখানেই আনাগোনা বাড়ছে পর্যটকদেরও, পরিস্থিতি এখন এমন যে হোটেল ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই ক্ষতি থেকে বাঁচতে ও হোমস্টে-র বাড়বাড়ন্ত রুখতে হিমাচল প্রদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।

হিমাচলে পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে, আর তাই অবৈধ হোমস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জোরালো হচ্ছে। যদিও হিমাচল সরকার রাজ্যে হোমস্টে নিয়ন্ত্রণ করার জন্য নীতি পরিবর্তনের ঘোষণা করেছে, তবে এই অঞ্চলে অবৈধ হোমস্টের বাড়বাড়ন্ত রোধ করার জন্য কোনও নিয়ম চালু করা হয়নি।

সূত্রের খবর, কাংড়া জেলায় মাত্র ৪৫০টি হোমস্টে পর্যটন দফতরে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এক হাজারেরও বেশি অবৈধভাবে হোমস্টে রয়েছে এবং পর্যটকদের অনলাইনে রুম দিচ্ছে। এতেই আপত্তি হোটেল মালিকদের।


You might also like!