Life Style News

14 hours ago

Dry hair care: শীতকালে চুলের সমস্যা দূর করুন কিছু ঘরোয়া প্যাকের সমন্বয়ে,জেনে নিন উপাদানগুলি!

Dry hair
Dry hair

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শীতের হিমেল পরশে চুলের রুক্ষতা বৃদ্ধি পায়। এই রুক্ষ চুলে ডগা ফাটার সমস্যা, খুশকির সমস্যা, চুল উঠে যাওয়ার প্রাদুর্ভাব দেখা যায়।

অনেকেই ব্যায় সাপেক্ষ পণ্য ব্যবহার করেন, পার্লারে বিভিন্ন ট্রিটমেন্ট করান কিন্তু উপকৃত হওয়া তো দূর, বরংচ সমস্যা বাড়তে থাকে তাই ভরসা রাখুন ঘরোয়া উপকরণে, দেখবেন মিলবে উপকার।

১) প্যাক বানান দই, অলিভ অয়েল ও মধু দিয়ে। দই নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান অলিভ অয়েল। মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

২) একটি পাত্রে ডিম নিয়ে ফেটিয়ে নিন। এবার তাতে দই ও মধু মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। 

৩) অ্যাভোকাডো কেটে ভিতরের বীজ বের করে নিন। তা ভালো করে চটকে নিন। এবার তাতে ডিমের হলুদ অংশ, অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

৪)একটি পাত্রে মেথি নিন। তাতে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা বেটে নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

You might also like!