Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Country

11 months ago

Heavy rain warning in South India: দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, পঞ্জাব ও কয়েকটি রাজ্যে কুয়াশার পূর্বাভাস

Heavy rain warning in South India
Heavy rain warning in South India

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে তামিলনাড়ুতে, বুধবার সকালেই তামিলনাড়ুর নাগাপট্টিনামে মুষলধারে বৃষ্টি হয়েছে। এমতাবস্থায় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম ও রায়ালাসীমায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, দেশের এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৮ নভেম্বর কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত। অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম ও রায়ালাসীমায় ১ ডিসেম্বর হলুদ সতর্কতা জারি থাকছে। অবিরাম বৃষ্টির কারণে তিরুচিরাপল্লি জেলা কালেক্টর প্রদীপ কুমার বুধবার জেলার সমস্ত স্কুল ও কলেজের জন্য ছুটি ঘোষণা করেছেন।

দক্ষিণ ভারতে যখন বৃষ্টি হচ্ছে, তখন পঞ্জাব ও হরিয়ানা-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে সকালে ও ভোরের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে। হরিয়ানা ও চন্ডীগড়ে ২৮-৩০ নভেম্বর, উত্তর প্রদেশে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, হিমাচল প্রদেশে ২৭-২৯ নভেম্বর, পঞ্জাবে ২৮-৩০ নভেম্বর পর্যন্ত ভোরে ও রাতে ঘন কুয়াশা থাকবে।

You might also like!