নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : উত্তর প্রদেশের সম্ভলে যাওয়ার পথে আটকে দেওয়া হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। বুধবার সকালে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে, গাজীপুর সীমানায় আটকে দেওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কা-সহ কংগ্রেসের প্রতিনিধি দলকে। পুলিশ তাঁদের সম্ভলে যেতে বারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
শেষমেশ সম্ভলে যেতে পারলেন না রাহুল ও প্রিয়াঙ্কা, গাজীপুর সীমানা থেকেই তাঁরা দিল্লি ফিরতে বাধ্য হন। রাহুল গান্ধী বলেছেন, "আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছি, পুলিশ যেতে দিচ্ছে না, তাঁরা আমাদের অনুমতি দিচ্ছে না। এলওপি হিসাবে, সেখানে যাওয়া আমার অধিকার, কিন্তু তাঁরা আমাকে বাধা দিচ্ছে। আমি একা যেতে প্রস্তুত, আমি পুলিশের সঙ্গে যেতে প্রস্তুত, কিন্তু তাঁরা অনুমতি দিচ্ছে না।"
প্রিয়াঙ্কা এদিন বলেছেন, "সম্ভলে যা হয়েছে তা ঠিক নয়। রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তাঁর সাংবিধানিক অধিকার রয়েছে এবং তাঁকে এভাবে থামানো যাবে না। পুলিশের কাছে কোনও জবাব নেই। হয়তো উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে তাঁরা এতটুকুও সামলাতে পারছে না।" প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই গাজীপুর সীমানায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রাহুল ও প্রিয়াঙ্কা এবং অন্যান্য কংগ্রেস নেতারা গাজীপুর সীমানায় পৌঁছলে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা যায় কংগ্রেস নেতাদের। শেষমেশ দিল্লিতে ফিরতে বাধ্য হন রাহুল ও প্রিয়াঙ্কা।