International

6 days ago

Russia's air strikes on Ukraine's power plant: ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা রাশিয়ার, ১০ লক্ষের বেশি পরিবার বিদ্যুৎবিহীন

Russia's air strikes on Ukraine's power plant
Russia's air strikes on Ukraine's power plant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালাল রাশিয়া। আহত হয়েছেন অন্তত ১০ জন। লাগাতার হামলায় ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে। যার জেরে দেশটিতে বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। ১০ লক্ষেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন। এর জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

ইউক্রেনের মন্ত্রী জার্মান হালুশচেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, ‘ইউক্রেনজুড়ে সমস্ত বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামোর ওপর শত্রুরা বিমান হামলা চালিয়েছে। এর জেরে ১০ লক্ষের বেশি পরিবার বিদ্যুৎবিহীন।’

লভিভ, ভলিন এবং রিভনে সমস্যা সবথেকে বেশি। ভলিন অঞ্চলে প্রায় ২ লক্ষ ১৫ হাজার পরিবার বিদ্যুৎবিহীন। সেখানকার লুটস্কের বাসিন্দা ভ্যালেরি ডরোটি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বৃহস্পতিবার সকালে আমি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছি। এরপরই বিদ্যুৎ চলে যায়।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। তার বদলা নিতে এই বোমাবর্ষণ।’ কাজাখস্তানে নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পুতিন বলেন, ‘আমি আগেও বলেছি, আমাদের তরফে প্রতিক্রিয়া হবে।’ এদিকে, রাশিয়ার হামলা থেকে বাঁচতে অনেকে বুধবার রাতে কিয়েভের মেট্রো স্টেশনের ভিতরে আশ্রয় নেন।

You might also like!