Country

12 hours ago

Sukhbir Singh Badal: সুখবীর বাদলকে লক্ষ্যে করে গুলি! হামলাকারী পাকড়াও, তদন্তে পুলিশ

Sukhbir Badal shot at the target! Attacker caught, police investigating
Sukhbir Badal shot at the target! Attacker caught, police investigating

 

অমৃতসর, ৪ ডিসেম্বর : শিরোমণি অকালি দলের অন্যতম প্রধান নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতী। বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে ঘটনাটি ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর। গুলি তাঁর গায়ে লাগেনি। উপস্থিত লোকজন হামলাকারীকে ধরেও ফেলেছেন।

বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রবেশপথের ঠিক সামনেই অকালি দলের প্রধানকে লক্ষ্য করে গুলি চালান এক যুবক। তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। উপস্থিত মানুষজন ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর পিস্তলটিও। ধৃত যুবকের নাম নারায়ণ সিংহ চৌরা। অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। সুখবীরের ওপর হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

খবর পাওয়ার পর স্বর্ণমন্দিরে পৌঁছেছেন সুখবীরের স্ত্রী হরসিমরৌত কৌর বাদল। অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লর বলেছেন, "হামলাকারীকে ধরা হয়েছে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে...তদন্ত থেকে জানা যাবে গভীর ষড়যন্ত্র ছিল কিনা, এটি একটি হত্যার চেষ্টা ছিল। কিন্তু তিনি (সুখবীর সিং বাদল) পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন।"

You might also like!