রায়গঞ্জ, ৪ ডিসেম্বর : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সোহরাই মোড এলাকায় একটি বেসরকারি বিস্কুট কারখানায় মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন এবং রায়গঞ্জ থানার পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই দুর্ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার গভীর রাতে কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলও আগুন দ্রুত ছড়িয়ে পডায় কালিয়াগঞ্জ ও ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন আসে । এরপর কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।
আগুনের জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আশেপাশে অনেক গুদাম ও বাড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তিনি বলেন, এমন ব্যবস্থা থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ীও। । আগুন লাগার কারণে খতিয়ে দেখছে পুলিশ।