লাদাখ, ২৬ সেপ্টেম্বর : বৃহস্পতিবার লেহ-তে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে স্বাগত জানান লাদাখের লেফটেন্যান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ড. বি.ডি. মিশ্র এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। লাদাখ সফরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এই সফরে রাষ্ট্রপতি মুর্মু বিশ্বের সর্বোচ্চ এবং শীতলতম স্থান সিয়াচেনেও যাবেন এবং সেখানে প্রতিকূল পরিবেশে মোতায়েন থাকা জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি জওয়ানদের উত্সাহিত করবেন ও মনোবল বাড়াবেন বলেও জানা গেছে।