Country

2 days ago

Partha chatterjee: অবশেষে স্বস্তি পেলেন পার্থ, ইডি-র মামলায় জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

Partha chatterjee
Partha chatterjee

 

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডি-র মামলায় শুক্রবার তাঁকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ।

তবে এই জামিনের নির্দেশ কার্যকর হবে আগামী বছর ১ ফেব্রুয়ারি। শুধুমাত্র ইডি-র মামলাতেই জামিন দেওয়া হয়েছে তাঁকে। তবে এক্ষেত্রে রয়েছে বহু শর্ত। উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার অর্থাৎ ৪ ডিসেম্বর শুনানির পর রায়দান স্থগিত রাখে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। শুক্রবার পার্থ জামিন পেলেও তাঁর জেলমুক্তি ঘটবে না। যেহেতু সিবিআইয়ের মামলা রয়েছে, তাই এখনই তিনি ছাড়া পাবেন না বলে মনে করা হচ্ছে।


You might also like!